১)
অনুভব করি
তিনি সর্বশক্তিমান
চির কল্যাণকর ;
অসীম করুণার সিন্ধু
সব নখদর্পণে তাঁর !

২)
ধরতে না পারি
হৃদয় মাঝে থাকে সে
ডাক আসলে একদিন ;
অচিন দেশ দেবে পাড়ি
আসবেনা কভু ফিরে !

৩)
আমাজন জ্বলছে
মানুষের প্রয়াস ব্যর্থ
আস্থা মেঘমালা ;
অভিমানী মেঘ রাশি
আয় ছুটে আমাজনে।