১)
তুমি আর আমি
কভু নাহি হবো পর
আসুক যতো ঝড় ;
সুখে-দুঃখে দু'জনে
থাকবো মিলে জীবনভর।
২)
ভোট কালে নেতা
মিষ্টভাষী বিনয়ী
ভোটে জিতে হন ;
দজ্জাল সর্বনাশিনী
হিতকর নেতা বিরল !
৩)
নিঝুম গভীর রাত
মেঘে ঢাকা চন্দ্রমা
গাঢ় অন্ধকার ;
নৃত্যরত জোনাকি
বাদুড়ের আনাগোনা।