****১.    

অদৃশ্য ঘাতক
সারা বিশ্ব বিস্তৃত
ছোঁয়াচে এ রোগ ;      
বিশ্ববাসী শঙ্কিত
কখন কে হয় আক্রান্ত !  

     ****২.

প্রতিষেধক অধরা
বিজ্ঞান বড়ো অসহায়
জগৎ বিচ্ছিন্ন ;
আজি ঘর বন্দী মানব
সহায় সেই দয়াল প্রভু।            
  
   ****৩.

হানাদার দুশমন
চিরতরে হবেই নাশ  
সুদিন নিকটে ;
কেটে যাবে কালো মেঘ
দিবাকর উঠবে হেসে ।

06/04/2020.