১)
লঙ্কায় যেই যাচ্ছে
সে হয় রাক্ষুসে রাবণ
আম আদমি ভুলে ;
নিজের পকেটে ভরে
এ কেমন কার্য শাসন !
২)
মেঘ ভাঙা বৃষ্টি
নিমজ্জিত সবুজ মাঠ
জলাশয় পূর্ণ ;
চারিদিকে ব্যাঙের ডাক
মেছুয়ার মহা উল্লাস !
৩)
রোদ ঝলমলে দিন
বইছে দখিণা বাতাস
স্বচ্ছ আকাশে ;
বিহঙ্গ মেলে ডানা
শতদল বিকশিত বিলে !