১)
সবুজ ঘেরা মাঠ
আঁকাবাঁকা মেঠো পথ
মরা নদীর চর ;
হাতছানি দিয়ে ডাকে
স্মৃতি জাগে অন্তরে !

২)
দিনদিন কমছে দিন
কালো চুল সাদা হলো
হয়না তবু হুঁশ ;
সব ছেড়ে যেতে হবে
সময় কালে ভাবো মন !

৩)
কাঠফাটা রোদে
মাথার ঘাম পায়ে ফেলে
চাষআবাদ করে ;
নিত্যদিন অনাহারে
তাদের কথা কেউ ভাবে !


**বিশিষ্ট স্বনামধন্য কবি,রহমান মুজিব সাহেব, আলোচনা বিভাগে"জাপানি তানকা (Tanka) পাঁচ লাইনের এক স্বল্পবাক কবিতা কাঠামো" শিরনামে "তানকা" সম্বন্ধে বিশদ আলোচনা করেছেন।তথ্যবহুল আলোচনায় উদ্বুদ্ধ হয়ে আমার প্রথম প্রয়াস।জানিনা কতটুকু প্রাসঙ্গিক হয়েছে তিনটি তানকা কাব্য রহমান মুজিব সাহেবকে উৎসর্গ করলাম।