১)
কুকর্মে মজে
পাপে পূর্ণ এ জীবন
ভয়ে কাঁপে বুক ;
একাকী থাকবো ক্যামনে
আলোহীন বদ্ধ ঘরে !
২)
ভরা জোয়ারে
ভাটিয়ালি গান গেয়ে
মাঝি ঢেউ তুলে ;
আমায় ফেলে কোথায় যাও
ফিরবে কবে নিজ দেশে ?
৩)
অভিমান ভুলে
বাধাবিঘ্ন পেড়িয়ে
অনেকদিন পরে ;
সেই তুমি ফিরে এলে
আপন জৌলুস হারিয়ে !