১)
আমি বদলায়নি
সেই আগের মতোই আছি
একবার যাও দেখে ;
আজো তোমারি জন্য
অশ্রু বহে নীরবে !

২)
কে ডাকে আমায়
ডাক শুনে পাগলপারা
পথ নাহি চিনি ;
নিয়ে চলো সারথি
পথহারা পথিক আমি !  

৩)
লাজলজ্জা ভুলে
একবার কাছে টেনে নাও
কেনো ভাবো পর :
জানের ওয়াদা আমার
একদিন হবো তোমার বর !