১)
রহমান মুজিব
তানকা লেখা শেখালেন
ধন্যবাদ জানাই ;
অভিনব লেখনী
কারুকার্যের সমাহার !
২)
আজ বড়ো দুর্দিন
খালবিল যাচ্ছে শুকিয়ে
জীবকুল সংকটে ;
মরুকরণ হয়েছে শুরু
এর জন্য দায়ী মানব !
৩)
ঝামেলার শেষ নেই
নানাজনের নানান মত
শুধাই কার কাছে ;
আসল নকল চেনা দায়
ত্যাগেই প্রকৃত শান্তি।