১)
বলতে পারিনা
জমানো অনেক কথা
সেকথা বললে ;
ঘাড়ে থাকবেনা মাথা
তাই আমি নীরবচারী।  

২)
ভাঙা খুব সহজ
জোড়া লাগানো কঠিন
মুহূর্তে খতম ;
মধুমাখা সম্পর্ক
অবসাদে ভোগে মন।

৩)
সঞ্জয় কর্মকার
জ্ঞানের ভাণ্ডার সমাহার
স্বতন্ত্র ভাবনা ;
লিখছেন বিবিধ কবিতা
দুর্দান্ত কাব্যিকতা।