১)
রাত জাগা পাখি
ডেকে দিও ফজরে
যাবো মসজিদে ;
পড়বো নামাজ জামাতে
জিকির করবো সকলে।
২)
সাবাস বীর কিউই
কেড়েছ সবার হৃদয়
ফাইনাল খেলাতে ;
ভাগ্য দোষে বিজিত
বিজয়ী ভদ্র ক্রিকেট।
৩)
কাঠফাটা রোদ্দুর
মরীচিকা সন্নিকট
ধূধূ সবুজ মাঠ ;
বারি বিনে প্রাণীকুল
করছে কতো আর্তনাদ।