১)
চঞ্চলা মেয়ে
পটল চেরা দুটি চোখ
পলাশ রাঙা ঠোঁট ;
কৃষ্ণ বরণ দিঘল কেশ
তোর লাগি পাগলপারা !  

২)
লোক লজ্জা ভুলে
নিয়ে চলো হাত ধরে
আমরা দু'জনে ;
নির্জন যমুনার তীরে
গড়িব প্রেমের কানন !

৩)
দিন যায় দিন আসে
একাকী দিনের শেষে
অশ্রুসিক্ত চোখ ;
দিন গুলো পিছু ডাকে
স্মৃতি জাগে হৃদয়ে !