১)
আসুক যতই ঝড়
আমরা রুখে দাঁড়াবো
হবেই হবে জয় ;
এক সাথে সবে মিলে
দস্যিপনা করবো নাশ।
২)
একটু অন্ন দাও
দয়া করো হে মানব
তোমাদেরি লোক ;
দুঃস্থ দুঃখী অসহায়
দিন কাটে অনাহারে !
৩)
কার সাথে বলি
হৃদয় বিদারক কথা
মনের মানুষ কই ;
নির্জনে একা বসে
মনকে শুধাই দোষী কে !