১)
বাদলহীন আষাঢ়
ঝরে পড়ে পুষ্প ফল
পঙ্কে আটকায় নাও ;
প্রাণীকুলের হাহাকার
সবুজ শস্য পুড়ে খাক !
২)
জগৎ সেরা জীব
আচরণে পাশবিক
বিবেক হীন কর্ম ;
সদা ব্যস্ত নিজ স্বার্থে
মানবতা বিলুপ্ত !
৩)
দু'দিনের ভবে
আমরা সবাই মুসাফির
লাটাই তাঁর হাতে ;
সুতো ধরে দেবেন টান
ঘুড়ি পড়বে জমিনে !