দাঙ্গাফেসাদ চলছে জগত জুড়ে...
স্বার্থের লাগি মানব দ্বন্ধে লড়ে !
আজি মানবতা নৈতিকতা ক্ষয়িষ্ণু,
মানব হয়েছে চরম অসহিষ্ণু !
স্বার্থান্বেষী ধন লাভে তৎপর,
মনের ইচ্ছা করছে কার্যকর !
পৃথিবীর বুকে চলছে আজব খেলা,
এ দুনিয়াময় হচ্ছে বিশৃঙ্খলা।
মারণ খেলায় পরাজিত মানবতা ;
যুদ্ধকারীর হৃদে জাগুক সততা।
নিরীহ মানব সদা হচ্ছে শিকার !
যুদ্ধ করেনা মানবের উপকার।