১,স্বপ্ন

রাতদুপুরে ঘুমের মাঝে তুমি আসো নয়ন জুড়ে
মনের সুখে প্রেমানন্দে ডাকো প্রিয়ে মিষ্টি সুরে
কোথায় থাকো দিনের বেলায়
খুঁজে মরি সকাল সন্ধ্যায় !
কাছে এসে দাও গো ধরা থেকো না আর সরে দূরে।


          ২,বেজায় পেটুক

বেজায় পেটুক কাশেম আলি মস্ত বড়ো তার ভুড়ি
নিমিষে সাবাড় করে বিশটি রূটি এক সের মুড়ি
প্রত্যহ খায় দু'বেলা গাঁজা
সারা গায়ে চুলকানি হাজা
দিনদুপুরে মদ্য গিলে ওড়ায় রংবাহারি ঘুড়ি।।