স্বপ্নে দেখা লাস্যময়ী
জোছনা মাখা মনমোহিনী
উদাসী এ মনকে বলি
সে হবে আমার সঙ্গিনী ?
অহর্নিশি শুধুই ভাবি
কোথায় থাকো চন্দ্রমুখী !
আমি অধম খুঁজে মরি
ভাগ্যদোষে মাথা ঠুকি।
তন্দ্রা মাঝে প্রিয়ে এসে
সোহাগ চুমে দাও মন ভরে
প্রেম শিখিয়ে থাকো দূরে
প্রেমানলে যাবো মরে।
রূপের রাণী এসো দিনে
রাখবো বেঁধে বাহুডোরে,
পারবেনা যেতে কভু ছেড়ে
চোখেচোখে রাখবো তোরে।