হাজার বিষ প্রয়োগ করে
তবু যায়নি এখনো মরে।
শিকড় পোঁতা গভীন তলে
আলো বাতাস মিষ্টি জলে...
সুপ্ত বীজ উঠবে ফুঁড়ে,
নাহি পারবে রুখতে মুড়ে !
ফুল ও ফলে উঠবে ভরে
স্বমহিমায় আসবে ফিরে।
পাকপাখালি মনের সুখে
গাইবে গান তার-ই বুকে।
ছায়াশীতল গাছের নীচে
নাহি থাকবে কাঁকড়াবিছে।
19/07/2020.