(** ছোট পরিবার সুখী পরিবার।থাকে অনাবিল
সুখ।আমার কল্পনাপ্রসূত ভাবনার বহিঃপ্রকাশ।)
এত সুন্দর ভবে, যাদের আনলে,
তারা দিতে পারছে কী ? বুদ্ধির বলে ;
আসতে পারেনি যারা, হয়না পূরণ...
তার শূন্যস্থান, এ কোন কারণ ?
আসতো আরো অতিথি, তাহলে ধরণী...
পেতো পরিপূর্ণতা, আরো মনীষিণী।
মানব শ্রেষ্ঠ ধন, দাও তারে বাঁধা !
দিতো পাল্টে সমাজ, নেই কোন দ্বিধা।
মানবতা থাক ঢের, সবার জন্য ;
এ ভবে মানব সব, এ নীতি মান্য।