তোমাকে পাওয়ার জন্য ?
মেহনতি মানুষ যুগ-যুগান্তরে ঝড়াচ্ছে ঘাম;
পাইনি তারা সম্মান,দিচ্ছে প্রাণ।
নবজাতককে কোলে নিয়ে বৃহন্নালার আবদার,
পতিতালয়ে চলছে দেহ ব্যবসায়ীদের রমরমা।
চলছে বিচারালয়ে বাদী-বিবাদীর বাক্-যুদ্ধ,
ধর্ম ব্যবসায়ীরা করুণাময়ের আরাধনায় মত্ত।
সৃজনশীল ব্যক্তিরা কর্মশৈলীতে মগ্ন,
সকলে আজ প্রতীক্ষায়,তুমি কোথায় ?
    
        তুমি না আসলে !
জয়া-পতির অশান্তির বীজবোনা।
আত্মীয়র সম্মান ক্ষয় তোমার জন্য,
প্রেমিক-প্রেমিকাদের দ্বন্ধ হচ্ছে জটিল,
ভিক্ষাবৃত্তি ছেড়ে বুভুক্ষিতদের কান্না।
পৈতৃকভূমি ক্ষয়িষ্ণু,বিকৃত সমাজ ব্যবস্থা,
দেশান্তরি হয়েও যায়না ধরা সহজে।
অরাজকতায় হচ্ছে খুন,মরছে মানবতা,
তুমি না এলে,সমাজে সবাই উদগ্রীব।

তোমাকে পেয়ে ও যারা !
আনন্দে আত্মহারা লাস্যময়ীর গানে ;
অসৎব্যক্তি কূট-চালে করছে আলিঙ্গন।
বিনোদনে উড়াচ্ছে যত্রতত্র,হচ্ছে অপচয়,
সোনার চামচ মুখে নিয়ে,অর্থের দাম্ভিকতা।
ভুরি ভুরি পেয়ে ও আজ বাড়ছে যন্ত্রণা,
অসৎ উপায়ের অর্জন হচ্ছেনা সাদা।
অর্থের জোরে-ও মেলেনা!ভালোবাসার হৃদয়,
তুমি কি পারবেনা ! সকলের শ্রীবৃদ্ধি ঘটাতে ?