দেখি না আর মেঠো পথে
সারি সারি গরুর গাড়ি,
গাঁয়ের বধূ কলসি কাঁকে
নদীর জল আনে না বাড়ি।
রাখাল বালক গরু নিয়ে
ধুলো উড়িয়ে গান গেয়ে
যায়না সবুজ ঘেরা মাঠে
প্রিয়ে থাকেনা পথ চেয়ে।
দিঘির জলে নাও ভাসে না
শাপলা ঝিনুক অনাদরে
খেয়াঘাটে নেইকো তরী
মাঝি মরছে অনাহারে।
মরা নদীর বালুকণা
হারিয়েছে আপন জৌলুস
সোঁদা মাটির মৌ মৌ গন্ধে
কভু নাহি করে দিলখুশ।
শুনিনা ডাক পাখপাখালির
ফুলের সুবাস বিষে ভরা
কোথায় গেলো বিমল বাতাস
এলোমেলো বসুন্ধরা।
ছায়াঘন গাছের নীচে
ছেলেমেয়ে গ্রাম্য খেলায়
খোশমেজাজে থাকতো মজে
সোনালি দিন গেলো কোথায় !