দালানকোঠার শহর ছেড়ে
চলে যাবো সোঁনার গাঁয়ে,
দিনের শেষে স্মৃতি ভাসে
হাত বাড়িয়ে ডাকে মায়ে।

বিহানবেলা গরু নিয়ে
মেঠোপথের বাঁকটি বেয়ে ---
চলে যেতাম তেপান্তরে
ধুলো উড়িয়ে গান গেয়ে।

নির্জন চরে নদীর তটে
ধরতাম সবে কাঁকড়াবিছে,
এক্কাদোক্কা খেলতাম মিলে    
ছায়াশীতল গাছের নীচে।

শিশিরসিক্ত কোমল ঘাসে
রাখাল বেশে গোচারণে,  
বাঁশি বাজিয়ে সুর তুলে
থাকতাম মজে সারাক্ষণে।    

জেগে উঠতাম সাতসকালে  
পাখপাখালির কালো রবে,
শস্যে ভরা সবুজ মাঠে
ছুটে যেতাম রাখাল সবে।

নাও ভাসিয়ে নদীর জলে
ঝিনুক আনতাম নৌকা ভরে,
কাজলা মেয়ে থাকতো চেয়ে
স্মৃতি জাগে অশ্রু ঝরে।

"ও ভাই নিয়ে চলো সোঁনার গাঁয়ে ---
আজ-ও হাত বাড়িয়ে ডাকছে মায়ে। "    

24/04/2020.