সেদিন নাহি পাবো ফিরে !
স্মৃতি ভাসে দু'নয়নে
গাল ভেসে যায় অশ্রু জলে
শুধুই কাঁদি সংগোপনে।
চতুর্দিকে ঘুরছে দানব ;
জগৎ সংসার রসাতলে
সবি কিছু এলোমেলো
কাণ্ড দেখে অন্তর জ্বলে !
ক্ষনে ক্ষনে মনে পড়ে,
আদুল গায়ে ধুলো মেখে
গ্রাম্য খেলায় বিভোর হয়ে
সময় কাটতো মহাসুখে !
আজি ব্যথা ভরা বুকে,
জীর্ণদেহ দিনের শেষে
অশ্রুধারা বয়ে চলে
সোনালি দিন চোখে ভাসে।