দোহাই তোমার থেকো না গুমরা মুখে
ঐ চাঁদমুখ কেনই আচ্ছাদন দুখে।
দিয়েছিলাম কথা, রাখবো চির সুখে
জীবনভর রবে আমার চোখেচোখে।
আমি হত দরিদ্র তুমি ধনীর মেয়ে
বাধাবিঘ্ন পেরিয়ে করেছিলাম বিয়ে।
কেন গুমরা মুখ ! একবার বলোনা ?
প্রিয়ের বিষণ্ণতা সইতে পারবোনা ।
কভু করিনি অলংকারের বায়না,
তুমি আমার হীরে মুক্তা দামি গহনা ।
নবম সালেও এলো না বুকের ধন !
আজি তার কারণে অতি বিষণ্ণ মন।
দাম্পত্য জীবনে হয়নি কোন বিবাদ
কেন এলো না, ভালোবাসার আওলাদ ।