আজি নিঃস্ব সাথী হারা
জীবন সূর্য অস্তে ঢলে
চোখে বহে বারিধারা
স্মৃতি পোড়ে অন্তর জ্বলে ।
ক্ষণে ক্ষণে সারাক্ষণে
সোনালি দিন চোখে ভাসে,
কল্পলোকে বিভোর হয়ে
ঘুড়ি উড়াই হৃদ আকাশে ।
এইদিন-সেইদিন কতো ফারাক
হারানো দিন বড়ো মধুর,
ভেবে ভেবে বিচলিত
সোনালী দিন স্মৃতি মেদুর !
এলোমেলো জীবন চক্র
নির্ঘুম কাটে একাকী রাত !
নিঃসঙ্গ বেদনা বিধুর
কালের নিয়মে কুপোকাত।
13/02/2020.