মায়ের ক্রন্দন লুকাইলি কোথায় খোকা,
ফিরে আয় অবুঝ মোর কোলে।
মা আজও,গাঁয়ের মেঠো পথে দাঁড়িয়ে,
মাতৃ-পিতৃ বুকেরধন ফিরে আয়।
বিলাপিনী দিবা-নিশি জেগে রয় ;
তুমি বলেছিলে অর্থকড়ি নই ব্যবধান।
ফিরে এসে গড়বো সোনার সংসার,
ভালোবাসার মুকুট পরাবো তোমার !
তোমার কোকিলকণ্ঠে সুরেলাগান নাহি বাজে,
ভালোবাসার স্মৃতি এখনো ডুমরে কাঁদায়।
বেসরকারি চাকুরীর পরিক্ষায় আসি শহরে।
চাকুরীর শংসাপত্র পেয়ে আনন্দে উল্লাসে !
ক্রয়করি ঐতিহ্যবাহী,লাল-বেনারসি শাড়ি,
প্রিয়তমাকে পরিধানে লাগবে রূপের রানী।
করবো প্রেমালাপ, গাইবো বাউলের সুরে,
আনন্দে আত্মহারা হয়ে ফিরছিলাম বাড়ী।
আজি স্বপ্ন হাতছানি দিয়ে ডাকে।
বাস যান্ত্রিক গোলযোগে দুর্ঘটনায় পড়ে,
এরপরে আর কিছু নাহি জানি।
হঠাৎ উপলদ্ধিক করি আমি কোথায় !
দৃষ্টিহীন হয়ে এখন হাসপাতালের শয্যায়।
চিকিৎসকরা বলেছে ফিরবেনা আর দৃষ্টি,
বেনারসি জড়িয়ে অশ্রুসিক্ত দুনয়ন।
ভগ্নদেহ চিকিৎসায় হবে কি সুস্থ ?
মোর ঠিকানা এখন হাসপাতালের শয্যায় !