*** সিঁধেলচোর
মুখপোড়া নেশাখোর স্বামী আমার সিঁধেলচোর,
খেয়েদেয়ে গতর মোটা গায়ে তার ভীষণ জোর।
নেশায় মাতে রাতভর
রাখেনা গিন্নীর খবর !
জোচ্চুরিতে অতি পটু বাঈজীর প্রেমে সে বিভোর।
*** দাঁতে ব্যথা
শোনো নাতি একটা কথা বুড্ডা দাদুর দাঁতে ব্যথা,
ইশারায় ডাকে সদা বলতে পারেনা কোন কথা।
বেজায় খুশি ছোকরা নাতি
নিভেয়ে দেয় ঘরের বাতি !
টাঁকলা দাদু অভিমানে গলে দেয় তন্তুর লতা।
04/05/2020.