অনেক কিছু পাওয়ার ছিলো নাহি পেলাম কিছু ;
শূন্য প্রাপ্তি আশাবাদী তবু ঘুরি পিছু !  

ঠিক সময়ে ছিঁড়বে শিকে এবার চালাও লাঙল !
প্রখর রৌদ্র তপ্ত মাটি ফলাও সোনার ফসল।
আসছে ধেয়ে বৈশাখী ঝড়, নিস্তার নেই ওহে ভাই।
কষ্টের ফসল মাটি হলে, কে-বা হবে সহায় ?  
লোভী ধূর্তর আনাগোনা সোঁদা মাটির গন্ধে !
আসল নকল এলোমেলো ভালো কিংবা মন্দে।

কল্পলোকে মহাসূখী বাস্তবে অসহায় !
নীতি কথায় পেট ভরে না, কোথায় মিলবে দাওয়াই ?  

25/03/2021.