দিনগুলো ফিরে যদি আসে ?
স্মৃতিপট দু-নয়নে ভাসে ;
সোনা ঝরা দিনগুলো চাই,
ফেলে আসা স্মৃতি শুধু কাঁদায় ।
মরণ ব্যধি কুরে খাই আমার,
উপায় নেই, মরণ ছাড়া বাঁচার !
বসে বসে ভাবি শুধু স্মৃতি ;
নিভে যাবে জীবনের গতি ।
ভাবনা গুলো উঁকি মারে পিছে ,
ডাকে আমার অতীত দিন কাছে !
একদিন চলে যাবো দেশে ।
শুধু রবে স্মৃতি মোর পাশে ।।