রাঙ্গা ঠোঁটের মিষ্টি হাসি  
অপলক চেয়ে থাকি
ইচ্ছে জাগা অনুভূতি
মনের মাঝে পুষে রাখি।


নাওয়াখাওয়া সবই ছেড়ে  
নিঝুম রাতে তন্দ্রা হারা !      
ভাব সাগরে থাকি ডুবে  
উতলা মন দিশেহারা।    


আমায় ছুঁয়ে মুচকি হেসে    
শুধু একবার বলো প্রিয়ে ?    
কানে কানে চুপিচুপি  
"ভালোবাসি হৃদয় দিয়ে"।


খোশমেজাজে প্রেমালাপে
থাকবো মজে জীবনভর  ,  
সুখেদুঃখে আমরা দু'জন
নাহি হবো কভু পর।  

6/2/2020.