শখের বশে লিখছি, মাঝেমধ্যে কবিতা...
ব্যাকরণ সম্মত লেখার নেই ক্ষমতা !
নানান দোষে দুষ্ট, তবু লিখছি কবিতা ;
নানাজন করে মোর, লেখা নিয়ে রসিকতা।
হয়না প্রাসঙ্গিক শিরোনাম ও ছন্দ,
কবিতা লিখে পাচ্ছি দিলখোলা আনন্দ !
যে যাই বলুক তবু লিখবো আমি কবিতা ;
কবিতাচয়নে পাই, জীবনের মুগ্ধতা।
আজ সভ্য সমাজ কলুষিত ক্ষয়িষ্ণু !
কবিতার মাধ্যমে পাক চির সহিষ্ণু ।
কবিতাদি মুছে দিক বৈষম্য তিক্ততা ,
সেদিন হবে কবিতা লেখার সার্থকতা।।