কাছে এসে
মুচকি হেসে
বসলে পাশে
শরীর ঘেঁষে।
মিষ্টি মধুর
কথা বলে
এ দেহ মন
করলে চুরি।
এখন আমি
পাগলিনী
মন লাগেনা
কোন কাজে।
দিবানিশি
শুধুই ভাবি
স্বপ্ন দেখি
তোমায় নিয়ে।

আমায় তুমি
প্রেম শিখিয়ে
কেনো গেলে
দূরে চলে ?
স্মৃতি চিহ্ন
বুকে নিয়ে
ডুকরে কাঁদি
ঘরের কোণে।
তোমার লাগি
প্রলাপিনী  
মরছি পুড়ে
প্রেমানলে।
ফিরে এসো
পরাণ বন্ধু ?
আর সহেনা
এ যাতনা ।।