সাদাসিধে বকর আলি
ঘোরপ্যাঁচ নাহি জানে,
সবাইকে আপন ভাবে
গুরুজনের মানে।
উঠতে-বসতে হুকুম শোনে
মুখে থাকে হাসি,
সকাল-সাঁজে সাবাড় করে
পচা পান্তা বাসি।
সদা থাকে খোশমেজাজে
হয়না মাথা নিচু,
আবোল-তাবোল গালি দিলেও
কয়না কথা কিছু।
মরা নদীর পুলের ধারে
মেঠোপথের বাঁকে,
বসতভিটায় মহাসুখে
মা'য়ের সাথে থাকে।
মায়ে ডাকে, "কলুর বলদ"
ঘাড় নাড়িয়ে হাসে,
রাতবিরেতে যায় সে ছুটে
দুখী জনের পাশে।
05/08/2023.