ওরা বীর শহীদের আত্মদান ভুলে নি,
এখনো রক্তেমাখা মাতৃভূমি শুকায় নি !
একচল্লিশ লাখ জনতা আত্মহারা,
নামীদামীর স্বপ্ন ভাঙ্গল ক্রোয়েটরা !
অদম্য সাহসিক ক্রোয়েশীয় খেলোয়াড়,
বিশ্বকে শৈল্পিক ক্রীড়া দিলো উপহার।
নান্দনিক খেলায় বিশ্ববাসী অবাক !
শৈল্পিক ফুটবলে বিপক্ষ হতবাক।
বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স ওরা বিজিত ;
ক্রোয়েট রাষ্ট্রপতি জণগন অভিভূত।
ফুটবলে আমাদের ছিল গৌরবান্বিতা !
স্বদেশীয় ফুটবলে চলছে অরাজকতা।
আজ স্বার্থান্বেষী খেলায় আমরা পটু !
কবে খেলবো বিশ্ব আসরে ভাবো একটু।।