রাখাল বালক কাকভোরে সারি সারি গরু লয়ে..
যায় ঐ দূরের মাঠে ধুলো উড়িয়ে বাঁশি বাজিয়ে,
উন্মুক্ত আকাশ খোলা বাতাস ফুলের সুবাস...
সেথায় আছে মাদুর পাতা শিশিরসিক্ত ঘাস।
ছোট্ট খোকন বলে,ও ভাই তাই কি রোজ যাস ?
ও মা সেথায় যেতে, আমায় এ মনে জাগে আশ !
একবারো বলিস নে,কেনো যাবি রাখালের সনে,
কেনো করিস বাহানা,কে দিল মন্ত্র তোর কানে !
তুই হবি ডাক্তার, মনোযোগে লেখাপড়া কর ;
ওরা কত অসহায় ক্ষুধায় কাঁদে জীবনভর।
ও মা রাখালের বাঁশি ডাকছে,শুনতে নাহি পাও ?
সকাল থেকে অনেক পড়েছি, এবার যেতে দাও।
সোনামণি রাখালের পথ করলো অনুসরণ...
রাখাল বন্ধু তাকে স্ব-সম্মানে করে বরণ।
তার গলে শোভাময় নানান ফুলের কত মালা !
যা বাবা মায়ের কোলে,দিয়ো না আর মায়ের জ্বালা।