হাল ফ্যাশানের দস্যি মেয়ে
স্যুটেবুটে মেমসাব,
সাদাসিধে ছেলের সাথে
নিত্যদিন করে ভাব।
বাকাচোখের চাহনিতে
জোয়ান-বুড়ো মাত,
ভাব সাগরে রাখে মজে
নির্ঘুম কাটে রাত।
হেসে হেসে কথা বলে
গায়ে পড়ে ঢলে,
সুযোগ বুঝে পকেট কেঁটে
যায় সে দূরে চলে।
দস্যি মেয়ে প্রেমের খেলা
খেলছে অবিরত,
সর্ব শান্ত হয়ে আশিক
পাগল হচ্ছে কতো।
19/08/2029.