*প্রেমের জ্বরে
শোনো নাতি বলি তোরে দাদু এখন নেইকো ঘরে
চুপিসারে কাছে এসো, মরছি পুড়ে প্রেমের জ্বরে
ডাক্তার বৈদ্য ঢের দেখিয়েছি
ওষুধ পাতি কতো খেয়েছি !
তোমার লাগি উদাসিনী এ দেহমন আনচান করে।
*যাবে ঘুচে।
ধর্ম নিয়ে দাঙ্গাফেসাদ বিপথগামী মানব জাতি
চারিদিকে অমানিশা ডুবছে মানবতার বাতি
হিংসার দাবানলে পুড়ছে দেশ
ভায়ে ভায়ে দ্বন্দ্ব বাড়ছে দ্বেষ !
এ দৃশ্যপট যাবে ঘুচে অব্যাহত থাক সুখ্যাতি।।
*** সকল কবি ও পাঠক-গণকে বড়দিনের শুভেচ্ছা রইলো।