দাদুর ছিলো অনেক জমি
বাবার কিছু কম,
অংশীদারের চোখ রাঙানি
জমি এখন যম !

জমিজমা ছিটেফোঁটা
দ্বন্দ্বে ভূমিপুত্র,
নিত্যদিনে ঝুট-ঝামেলা
ভাগবখরা তার সূত্র।

যুগে যুগে চলছে বিবাদ  
আপোষহীন ভাগীদার,  
শরিকি নয় উদারতা
কেউ দেয় না একটু ছাড় !

বাড়ছে মানুষ কমছে জমি
তবুও নয় কেউ সজাগ,
সমঝোতা হোক বাঁটোয়ারা
হকদার পাক প্রাপ্য ভাগ।


**সকল কবি ও পাঠকগণকে জানাই, ইংরেজি নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা।

01/01/2022.