মনের গহীনে
সযত্নে রেখেছি প্রিয়ে তোমারে,
কভু যেতে নাহি দেব বাঁধন ছিঁড়ে।
কেউ কখনো পারবেনা ছিনিয়ে নিতে আমার হৃদয় থেকে!  
পেয়েছি তোমাকে।  


*এই সিনকোয়াইন (cinquain) কবিতা সম্পূর্ণ কৃতিত্ব যার প্রাপ্য সেই পরম শ্রদ্ধেয় বরেণ্য কবিবর প্রবীর চ্যাটার্জী (ভোরের পাখি) মহাশয়কে কবিতাটি উৎসর্গ করলাম।