খোকন সোনা আর খেলো না
এবার চলো বাড়ী ;
লেখাপড়া শিখে তুমি
দূরদেশ দেবে পাড়ি।
আদুল গায়ের খেলার সাথী
ওদের বাবা নাহি ডাকে
আমায় কেনো শুধু ডাকো
ওরা কেনো পথে থাকে !
অমন কথা আর বলিস নে,
বিদ্যা ছাড়া জগৎ মিছে
খেলার সাথী অনেক পাবি
হাজার বন্ধু থাকবে পিছে।
একি দেশে থাকি সবে
কেনো এতো মেরুকরণ !
সভ্যসমাজ আজি ভাবো
পথের শিশু করো বরণ।