পাগল বেশে থাকে সেজে
ভাবখানা তার বোকা,
পিছলে ঘুঘু বড্ড চালাক
নয়রে অবুঝ খোকা।
দয়া-মায়ার নাইরে বালাই
বুঝে-না সে আপন পর,
পাগল বেশে অর্থ লুটে
ধূর্ত গড়ে দালান ঘর।
বলিহারি বুকেরপাটা
ধনীর ভাঙ্গে ঘাড়,
পাগল বেশে জগৎ ঘোরে
তুঘলকি কারবার।
হিসাবনিকাশ ভালোই জানে
স্বার্থ ছাড়া ফেলেনা পা,
কার সাজিতে বড্ড পটু
ভিখারি বেশে ঘোরে গাঁ।
ভালো মন্দ সবি বোঝে
জাত খিলাড়ী পাকা,
সুইস ব্যাঙ্কে ভুরিভুরি
আছে সোনা রাখা।
02/04/2021.
গত 25/03/2021.তারিখে,কবি মোঃ সানাউল্লাহ (আদৃত কবি) সাহেবের কবিতা "পাগলের কারবার" কবিতায় যে মন্তব্য করেছিলাম।কিছু সংযোজন করে,উক্ত কবিতাটি শ্রদ্ধেয় কবির নামে উৎসর্গ করলাম।।