মানব জানে এ জগতে মানুষী শেষ,
স্বার্থান্বেষীদের জন্য অশান্তিপূর্ণ দেশ।
মানবের সৃষ্টি সমাজ জাতধর্ম বর্ণ,
ভবে চলছে বিভেদপন্থীর কুকর্ম।
রোজ-রোজ অপপ্রচার চলছে হরদম,
স্বার্থবাদীরা সুযোগ বুঝে ফেলে কদম !
ধনীরা চাই আরো গরীবের অন্ন,
স্বার্থান্বেষী ধনীর স্বার্থ আজ অভিন্ন।
সংসদে ওদের প্রতিনিধি সুখে মত্ত,
গরীবের পাওনা লুকানো তাদের শর্ত !
আছে আইন ওরা পাইনা খোঁজ,
ফাইল আবদ্ধ গরীব মরে রোজ !
স্বাধীনতায় গরীব দিয়েছে রক্ত,
আজ ধনীরা উপনিবেশকারীর ভক্ত !
স্রষ্টার পৃথিবীতে মানুষ মানুষের জন্য।
নীতিবাক্য ভুলে গরীবকে করেছো পণ্য ।।