আতঙ্কবাদী সমস্যা
জাতি করেনা প্রত্যাশা।
হানাদারের চরম ঔদ্ধত্য!
ওরা সর্বনাশী ধ্বংসে মত্ত,
ওদের শায়েস্তা করবে জাতি।
জঙ্গির জন্য বাড়ে মুদ্রাস্ফীতি
জাতি দেবে ওদের কঠোর শাস্তি।
আমরা অক্ষুণ্ণ রাখবো সার্বভৌমত্ব
দেশবাসী হানাদারের জন্য আতঙ্কিত!
দেশের হাতেই রয়েছে অজস্র মারণাস্ত্র
দেশ টাকা ব্যয় করে,বানাচ্ছে ক্ষেপণাস্ত্র ।
অর্থাভাবে উন্নয়ন-মূলক কর্ম হচ্ছে ব্যাহত,
ক্রমশই বৃদ্ধি পাচ্ছে প্রতিরক্ষা খাতে বাজেট
দিন-দিন আমজনতার হচ্ছে চরম অর্থসংকট।