শ্রমিক বলে অবজ্ঞা করেন মালিক,
দিনভর কালঘাম ঝরান শ্রমিক।
মনিব ছলেবলে শ্রম করেণ চুরি !
এ জগতে মনিবদের নেইকো জুড়ি।
শ্রমিক পায়না দাম ওরা চালবাজ !
শ্রমিকদের ঠকানো ওদের মূল কাজ !
লাঞ্ছিত বঞ্চিত আসহায় জ্বালা ,
সফল কাজেও শ্রমিক পায়না মালা।
ওরা থাকে; অনাহারে ব্যথা ভরা বুকে,
ওদের শ্রমে মনিব থাকে মহাসুখে !
শ্রমিক কাজের বিনিময়ে চাই ভাত,
এ সুযোগে মালিক বাড়ান কালো হাত।
জীবন বাজি রেখে কাজে থাকে মগ্ন !
দিন দিন চেহারা হয়ে যায় ভগ্ন !
ওদের নেই উপায় ; ক্ষুধার কারণে
আদি থেকে শোষিত মুক্তি কি মরণে ?
ক্ষুধার জ্বালায় কাজ করে দিবা-রাত !
এ জগতে মালিকরা সব একজাত !
শ্রমজীবীর জন্য আছে ; দেশে নীতি,
যুগযুগ চলছে বিবেকহীন রীতি ।।