বলতে পারিনা অনেক জমানো কথা !
বললে মনের কথা হৃদে লাগে ব্যথা।
না বলায় শ্রেয় বিষাদময় কাহিনী ,
চতুর্দিকেই বিচরণ কালনাগিনী !
পুঞ্জিভূত দ্রোহের কথা এখন বৃথা,
রেখেছি অতি সযত্নে ছিঁড়বে না পাতা।
মনের অনল দাউদাউ করে জ্বলে !
ধোঁয়াহীন আগুন নিভে না দমকলে।
যারা বলেছে কথা, তারা আজ কোথায় ?
আসবে কি সেদিন ! রয়েছি অপেক্ষায়।