শীতাতপনিয়ন্ত্রিত মনোরম ঘর...
অহরহ উপভোগ এ জীবনভর ।
স্রষ্টাকে অমান্য করো, জ্ঞানীগুণী ভাবো ;
এত বুদ্ধি তবু ভাবো, না কোথায় যাবো !
যে পাঠালো ভবে তাঁরি, গেলে দ্রুত ভুলে ,
নিজের খেয়ালে চলো নানা ছলেবলে ।
কেউ ছাড়তে না চায়, তবু যেতে হয় !
তাঁর লীলাখেলা চলে সদা সর্বময় ।
সুন্দর ভবে কেউ না, রবে চিরদিন ,
সব ছেড়ে যেতে হবে আসছে সেদিন !
রংতামাশায় মত্ত তাঁরি জানলে না ;
ওপারে হবে সবার নির্দিষ্ট ঠিকানা ।
থাকবে ! আলো বাতাস ছাড়া অন্ধকারে !
হিসাব দিতেই হবে, তাঁরি দরবারে ।।