হাড়ভাঙ্গা কায়িক শ্রমে ক্লান্ত শরীর ,
নিজে গড়েছিল জমি-জায়গা দুয়ার।
ছেলে দুই, থাকবে জীবনভর সুখে ,
পরম আদর স্নেহ যত্নে রাখে বুকে ।
মা নেই বুঝতে দেয়নি মাতৃ আদর ,
ছেলেদের করেছে শিক্ষিত স্বনির্ভর ।
ওরা সারা জীবন করবে সুখ ভোগ ,
বাবার ভগ্ন দেহ আক্রান্ত দুরারোগ।
চিকিৎসাহীন বদ্ধ ঘরে বেঁধে রাখে !
স্মৃতিশক্তি বিলোপ অনাহারেই থাকে,
ছেলেরা অস্থির পাগলা মরবে কবে !
ঘুমের ঔষধে প্রাণ বায়ু গেলো নিভে ।।