সৃষ্টিকর্তা পাঠিয়েছে সুন্দর ভবে ,
সুন্দর পৃথিবীকে ছেড়ে যেতে হবে।
মায়া ভরা দুনিয়াতে, কেউবা নাহি রবে !
আছো মেতে নানা কাজে, তবু চলে যাবে !
অত্যাচারে জীবন মত্ত, স্মরণ কর-না তাঁরে ;
সাধন ভজন নেইকো তোমার, রবে বদ্ধ ঘরে ,
থাকবে তুমি গহীন গাঢ় অন্ধকারে একা ।
এখানে অনেক বন্ধু আছে, ওখানে নাই সখা !
ওপারেতে চলবে না জারিজুরি কোনো ;
সঞ্চয় এপারেই চিরসত্য মানো ।