সমাজ দিয়েছে লাঞ্ছনা গঞ্জনা,
দেয়নি আশ্রয়,শিখিয়েছে মিথ্যাচার।
বিধাতা নিয়েছে,মাতৃ-পিতৃ কেড়ে,
অগ্রজ বোন করেছে লালন-পালন,
আগলে রেখেছিল মাতৃক্রোড়ে !
করেছি নানান আবদার ।
সখ আহ্লাদে ভরতো হৃদয়,
শুনিয়েছে রূপকথার গল্প,
চাঁদের বুড়ির সুরেলা কাহিনী !
আজও স্মৃতিময়,অতীত মধুর।
দেয়নি বুঝতে মায়ের অভাব,
অগ্রজই মা জেনেছি চিরকাল!
নিজ হাতে গড়ে আদর্শবান নর।
সকলের অনুরোধে,বিয়ে হল অমতে,
স্বামী ছিল,স্বাস্থ্যবান সুহৃদয়।
শ্বশুর-শাশুড়ি কঠিন-পাষণ্ড।
সংসার স্বচ্ছল,,পাষণ্ডরা,আর চায়?
স্বামীর অজান্তে,বাড়ে জ্বালা-যন্ত্রণা,
কাউকে না বলে, পাড়ি দেয়------
অজানা না ফিরার দেশে।
মাকে ছেড়ে আজ আমি একা।
অতীত স্মৃতিমধুর ভাসে দু-নয়নে !