মায়ার বাঁধন ছিন্ন করে
যেতে হবে অচিন পুরে
যে পথ দিয়ে চলে গেছে
কত মানুষ কোন সুদূরে।
অচেনা সে পথের পথিক
আসবেনা ফিরে এ ভবে,
কেউ পাবেনা কভু রেহাই
কে যে কখন যাত্রী হবে !
সাধ্য নেই এ ভবে থাকার
সবি ফেলে চিরতরে,
অদৃশ্য পথ পাড়ি দিয়ে
যেতে হবে অন্ধ ঘরে।
জীবন সূর্য অস্তগামী
চোখে বহে নোনাপানি
হিসাব খাতা শুধুই ফাঁকা
পাপে পূর্ণ জীবন খানি।
31/5/2020.