সদ্যজাত শিশুকে ফেলে রাস্তার ধারে,
ওদের কি দোষ, অপবিত্র প্রেমের ফল !
হাজার-হাজার সদ্যজাত প্রতিনিয়ত মরে,
কিছু-কিছু পরিত্যক্ত পাই মানবিক সুফল।
দেখেনি জন্মদাত্রীকে মাথায় অপবাদের বোঝা !
সমাজ দিয়েছে বেজন্মা অপরাধী তকমা।
মা-বাবা হীন জীবনপথ নয়তো সোজা,
ভবসংসারে চলছে স্রষ্টার একি মহিমা !
ওদের রোজকারের সঙ্গী অপবাদ ও ক্ষুধা।
আশ্রয় দেয়না সমাজ, ওদের কি দোষ ?
ছিন্নমূল শিশুদের রহম করো, হে খোদা।
ওরাও মানুষ ভেবো না আর গোরু-মোষ !
ওদের অপবাদ তকমাআঁটা গায়ে রয়।
ওদের ভালোবেসে বুকে টেনে নাও,
পাপ কে ঘৃণা করো পাপী কে নয়।
হে স্রষ্টা,ছিন্নমূলদের সামাজিক মর্যাদা দাও ।।